সকল আকাশ, সকল বাতাস, সকল শ্যামল ধরা, সকল কান্তি, সকল শান্তি সন্ধ্যাগগন-ভরা, যত-কিছু সুখ যত সুধামুখ, যত মধুমাখা হাসি, যত নব নব বিলাসবিভব, প্রমোদমদিরারাশি, সকল পৃথ্বী, সকল কীর্তি, সকল অর্ঘ্যভার, বিশ্বমথন সকল যতন, সকল রতনহার, সব পাই যদি তবু নিরবধি আরো পেতে চায় মন-- যদি তারে পাই তবে শুধু চাই একখানি গৃহকোণ।
তোমার ভুবন মর্মে আমার লাগে। তোমার আকাশ অসীম কমল অন্তরে মোর জাগে। এই সবুজ এই নীলের পরশ সকল দেহ করে সরস-- রক্ত আমার রঙিয়ে আছে তব অরুণরাগে। আমার মনে এই শরতের আকুল আলোখানি এক পলকে আনে যেন বহুযুগের বাণী। নিশীথরাতে নিমেষহারা তোমার যত নীরব তারা এমন ক'রে হৃদয়দ্বারে আমায় কেন মাগে।